একজন নারী জাগরনের অগ্রদূত শাহাজাদী জাহানারা ওয়াজেদ

:নাঈমা নাসরিন সুমি: সময়ের পরিক্রমায় দেখতে দেখতে সাতটি বছর পার হয়ে গেল আমাদের পরম শ্রদ্ধেয় মা বিশিষ্ট শিক্ষাবিদ, নারী জাগরনের অগ্রদূত অধ্যক্ষ আলহাজ্জ্ব শাহাজাদী জাহানারা ওয়াজেদের চলে যাওয়ার। দেশ তখন সবে স্বাধীন হয়েছে। ১৯৭২ সালের কথা- বিধ্বস্ত জনপদ, ধ্বংসপ্রায় লোকালয়। যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা সবদিক থেকে পিছিয়ে থাকা ছোট্ট থানা শহর শেরপুর।বিশেষকরে নারী শিক্ষার অনগ্রসরতা … পড়তে থাকুন একজন নারী জাগরনের অগ্রদূত শাহাজাদী জাহানারা ওয়াজেদ